স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ৫ দিন ব্যাপি শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। ৫ দিনের এই প্রশিক্ষণ ৪ সেপ্টেম্বর শুরু হয়ে ৮ সেপ্টেম্বর শেষ হবে। রোববার সকাল সাড়ে ১০ টায় বিসিক জেলা কার্যালয়ে ৫ দিনব্যাপী কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, চাকরির পেছনে না ঘুরে প্রশিক্ষণ গ্রহণ করে বেকারদের উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। শিল্প উদ্যোক্তা হয়ে পণ্য উৎপাদন করে নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি আরও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বেকারদের প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনগোষ্ঠি গড়ে তুলছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাচ্ছে দেশ। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে বিশ্বে উন্নয়নের রোল মডেল এখন বাংলাদেশ। এসময় প্রধান অতিথি, দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিতে শিল্প উদ্যোক্তাদের অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান। অনুষ্ঠানে শিল্পনগরী কর্মকর্তা শ্রী জয় প্রকাশ, প্রমোশন কর্মকর্তা মো. নাছির ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।