আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে পল্লী বিদ্যুতের শিল্প মিটার চুরি করে অভিনব কায়দায় চোরেরা টাকা আদায় করছে গ্রাহকের থেকে। এমন অভিযোগের প্রেক্ষিতে বেলকুচি থানা পুলিশ অভিযান পরিচালনা করে চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে।
জানা যায়, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর আওতাধীন তামাই সাব জোনাল অফিস এলাকায় এক রাতে ১৬ টি শিল্প মিটার চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাতে বেলকুচি থানা পুলিশ সিরাজগঞ্জ সদর, চৌহালী , টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে। আটককৃতরা সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার রেহাই গ্রামের লিটন মোল্লা এর ছেলে মারুফ মোল্লা (২৫), মিরাজ মোল্লার ছেলে আকাশ মোল্লা (২৫), এবং সেহের সিকদারের ছেলে আবু মুসা সিকদার (২৫)কে আটক কিরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিটার চুরি করে গ্রাহকদের নিকট থেকে বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহ করে কৌশলে মিটার ফিরিয়ে দিত বলে জানায়। পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তিতে তাদের দেখানো মতে বেলকুচি থানার নাগগাতি রাস্তার পার্শ্বে জঙ্গলের ভিতর থেকে ৪ টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়৷
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান জানান গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।