কামারখন্দসিরাজগঞ্জ

কামারখন্দে অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

আশিক সরকার, কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে অটোভ্যানের ধাক্কায় রুখসানা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়। শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার চর কামারখন্দ এলাকায় শিশুটির নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। প্রতাক্ষ্যদর্শীরা জানায়, অটোভ্যানটি তার স্বাভাবিক গতিতে চলছিল। হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটি দৌড় দিলে ভ্যানের চাকা তার উপর দিয়ে চলে যায়। তারপর শিশুটি একবার উঠে দাড়িয়ে আবার বসে পরে। পরে আমরা কয়েকজন তার বুকে পানি দেই এবং সেই ভ্যানের মাধ্যমে হাসপাতালে পাঠাই। সেখানে  শিশুটি  মৃত বলে জানায় চিকিৎসক।

শিশুটি চর কামারখন্দ এলাকার ভ্যান চালক রফিকুল ইসলাম তুফানের মেয়ে। রুখসানা চর কামারখন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ হাবিবুল্লাহ জানান, চর কামারখন্দ এলাকায় অটোভ্যানের ধাক্কায় এক শিশু মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। অভিভাবকদের কোন অভিযোগ না থাকায় লাশটি দাফন করতে বলা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button