উল্লাপাড়াসিরাজগঞ্জ

উল্লাপাড়ায় অপহরণের ১০ দিন পর শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

উল্লাপাড়া প্রতিনিধি : অপহরণের দশ দিন পর ঢাকার সাভার থেকে হযরত আলী (১০) নামের এক শিশুকে উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করে সাভার হাইওয়ে থানার পুলিশ। বুধবার সকালে অপহরণকারী সহ শিশুটিকে উল্লাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে সাভার হাইওয়ে পুলিশ।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, গত ৪ সেপ্টেম্বর উল্লাপাড়া থানার হাড়িভাঙ্গা গ্রামের বেলাল হোসেনের ছেলে হযরত আলীকে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের আশেপাশে থেকে অপহরণ করা হয়। কোন খোজ না পেয়ে পরে অপহৃতার পিতা বেলাল পূর্বপরিচিত খোকন নামের এক সন্দেহ ভাজন ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের করে। খোকন উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল গ্রামের সোবাহান মিয়ার ছেলে।

মুঠোফোনে শিশুটির পরিবারের কাছে কয়েক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারী খোকন। পরে মোবাইল ফোনের সুত্র ধরে হযরতকে উদ্ধার করে পুলিশ।

অপহরণকারী ঘন ঘন অবস্থান বদলানোয় তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার সর্বশেষ অবস্থান জেনে উল্লাপাড়া থানার পুলিশ সাভার হাইওয়ে থানার পুলিশকে অবহিত করে। পরে গত মঙ্গলবার রাতে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার সহ অপহরণকারী খোকনকে গ্রেপ্তার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, অপহৃত শিশু হযরত আলীকে উদ্ধার পূর্বক অপহরণকারী খোকনকে গ্রেফতার করা হয়। বুধবার ১৪ সেপ্টেম্বর দুপুরে খোকনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button