ফজলুল হক খান, রায়গঞ্জ থেকে: রায়গঞ্জে শিশু রাশেদুল হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। গোপন সাংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাতভর আসামিদের গ্রেফতার অভিযান পরিচারনা করে এবং মধ্যরাতে ওই তিন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা, সিরাজগঞ্জ সদর থানার পশ্চিম গারুদহ গ্রামের মো. হাসেন নবী নুরুন্নবী (২৫) পিতা মো. আব্দুস সালাম, সলঙ্গা থানার লাঙ্গলমোরা গ্রামের ফরিদুল ইসলাম (৩১) পিতা মৃত আব্দুস সালাম ও একই গ্রামের আবুল কালাম(৩০) পিতা আব্দুস সাত্তার মন্ডল। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান জানান, এ বছরের ১৯ মে তারিখে উপজেলার ধামাইনগর গ্রামের ৫ম শ্রেণির ছাত্র রাশেদুল ( ১৪) তার ভাইয়ের ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। ২৪ মে তারিখ বিকালে ইচলাদিগর গ্রামের জনৈক অচিন্ত্য তালুকদারের বাঁশ ঝড়ের মধ্যে গলায় গামছা দিয়ে গাছের সাথে বাঁধা অবস্থায় রাশিদুলের লাশ পাওয়া যায়। এ ঘটনায় রাশিদুলের ভাই তরিকুল ইসলাম রায়গঞ্জ থানায় হত্যা মামলা নং ২৪ দায়ের করেন।
মামলার সূত্র ও তদন্তকালে জনৈক আসামি মো. জাহিদুল ইসলাম ও মো. আব্দুল লতিফকে পুলিশ গ্রেফতার করে । এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত ভ্যানটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত এ দুআসামির দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সাথে জড়িত উল্লিখিত তিনজনকে গ্রেফতার করে। গ্রেপ্তার এ তিনজনকে তদন্তকারী সংস্থা পিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়েছে।