সিরাজগঞ্জ জেলায় শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত শনিবার সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহযোগিতায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়।
মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয় নিয়ে এ কর্মশালায় হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, বাল্য বিবাহ, কিশোর গ্যাং ও শিশু অপরাধ সম্পর্কে সচেতন হতে হবে। এছাড়াও শিশু সাংবাদিকদের শিশুদের অধিকার বিষয়ে চর্চা এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশের উপর তাগিদ দেন পুলিশ সুপার।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার বোরহান উদ্দীন ও সিরাজগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দিপু।
প্রশিক্ষণ পরিচালনা করেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহসম্পাদক সৈয়দা মৌ জান্নাত মহুয়া। সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও হ্যালোর তত্ত্বাবধায়ক ইসরাইল হোসেন বাবু।
ফলোআপ কর্মশালায় অংশ গ্রহণকারী শিশু সাংবাদিকদের সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে প্রতিবেদন তৈরি জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে ২০২২ সালের ১৩ ও ১৪ নভেম্বর দুই দিনব্যাপী কর্মশালায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় পর্যায়ে ১০ জন শিশুকে ফলোআপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।