সিরাজগঞ্জ

শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলায় শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত শনিবার সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহযোগিতায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়।

মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয় নিয়ে এ কর্মশালায় হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, বাল্য বিবাহ, কিশোর গ্যাং ও শিশু অপরাধ সম্পর্কে সচেতন হতে হবে।  এছাড়াও শিশু সাংবাদিকদের শিশুদের অধিকার বিষয়ে চর্চা এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশের উপর তাগিদ দেন পুলিশ সুপার।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার বোরহান উদ্দীন ও সিরাজগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দিপু।

প্রশিক্ষণ পরিচালনা করেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহসম্পাদক সৈয়দা মৌ জান্নাত মহুয়া। সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও হ্যালোর তত্ত্বাবধায়ক ইসরাইল হোসেন বাবু।

ফলোআপ কর্মশালায় অংশ গ্রহণকারী শিশু সাংবাদিকদের সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে প্রতিবেদন তৈরি জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে ২০২২ সালের ১৩ ও ১৪ নভেম্বর দুই দিনব্যাপী কর্মশালায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় পর্যায়ে ১০ জন শিশুকে ফলোআপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button