শাহজাদপুরসিরাজগঞ্জ

শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু সালাম আলীকে অপহরণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ডের আদেশ দেয় আদালত। দন্ডপ্রাপ্ত আমির চাঁন (২৮) শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। মামলার রায়ে একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এতথ্য নিশ্চিত করে প্রাবলিক প্রসিকিউটর (পিপি ) আব্দুর রহমান জানাান, ২০১৮ সালের ২ আগষ্ট বিকেলে শাহজাদপুরের রায়পুর গ্রামের আকছেদ আলীর বাড়ির উঠানে আমির চাঁন শিশু সালাম আলীসহ কয়েক শিশু মিলে ফুটবল খেলছিল। খেলা শেষে প্রতিবেশি আমির চাঁন শিশু সালামকে কৌশলে তার বাড়িতে নিয়ে আটক করে রাখে।

এরপর শিশুটির পরিবারের কাছে কয়েকদফা মুক্তিপণ দাবি করে বিভিন্ন জায়গায় চিরকুট ও চিঠি ফেলে রাখে।

এ দিকে শিশুটির স্বজনরা কোন সন্ধান না পেয়ে ২০১৮ সালের ১১ আগস্ট শাহজাদপুর থানায় মামলা দায়ের করে। এরপর পুলিশ আমির চাঁনকে গ্রেফতার করলে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্য অনুযায়ী আব্দুল লতিফের বাড়ির কুয়া থেকে শিশু সালাম আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আসামি আমির ঘটনার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আ্দালত ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে উল্লিখিত রায় প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button