সদরসিরাজগঞ্জ

ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম, জন্মবার্ষিকী ও জাতীয়  শিশু দিবস উপলক্ষে  আলোচনা সভা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৪) দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক ফারুক আহামেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন,  সিরাজগঞ্জ প্রাণী সম্পদ অফিসের ট্রেনিং অফিসার ডা. মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. হাবিবুর রহমান তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু তার জীবদ্দশায় ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের লক্ষে কাজ করে গেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম ছিলো ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা, বর্তমান এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের হাজার হাজার গ্রামের শিশু ও বয়স্করা আরবী ও দ্বীন শিক্ষা অর্জন করছে। এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম কে আরো প্রসারিত করতে সর্বদা কাজ করে যাচ্ছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের সহকারি পরিচালক আব্দুল বাছেদ, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. তরিকুল ইসলাম, ফিল্ড অফিসার মো. মহিউদ্দীন আহমেদ, অনুষ্ঠান  সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি  ঘোষণা করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রেদওয়ানুল হক সোহাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button