শাহজাদপুরসিরাজগঞ্জ

শাহজাদপুরে শিশু রিদওয়ান হত্যার আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু রিদওয়ান হত্যার আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে ঐ ইউনিয়নের জনসাধারন। গত মঙ্গলবার, ২১ মার্চ, সকালে উপজেলার শাহ হাবিবুল¬াহ নগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চুর নেতৃত্বে ইউনিয়নের জনসাধারনদের সাথে নিয়ে রতনান্দি উত্তর পাড়া থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহজাদপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

সেখানে এক মানব বন্ধনে চেয়ারম্যান বাচ্চু তার বক্তব্যে বলেন, আমরা গ্রেপ্তারকৃত ৩ ঘাতকের ফাঁসি চাই। এদের ফাঁসি হলে তাহলে আর কেউ এধরনের কাজ করতে ভয় পাবে। এ সময় রিওয়ানের পিতা-মাতা তাদের বক্তব্যে তিন খুনির ফাঁসির দাবী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য, গত ১৭ মার্চ শুক্রবার, বিকেলে উপজেলার হাবিবুল¬াহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পাড়া গ্রামের মো. মমিরুল ইসলামের দ্বিতীয় শ্রেণিতে পরুয়া পুত্র মো. রিদওয়ান ইসলাম (১১) কে অপহরন করে। অপহরণকারীরা এসময় তার   পিতা  মমিরুলকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে।

ঘাতকদেও কন্ঠস্বর পিতা মমিরুল চিনে ফেলায় ঘাতকরা শিশু রিদওয়ানকে হত্যা করে। পরে পিতা মমিরুল শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে রোববার রাতে অপহরনকারী তিনজনকে গ্রেপ্তার করে। এসময় আসামীদের সঙ্গে নিয়ে তাদের দেয়া তথ্য অনুযায়ী ঘাসের ক্ষেত থেকে শিশু রিদওয়ানের লাশ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ঘাতক তিন আসামীর ফাঁসির দাবিতে শাহ হাবিবুল¬াহ নগর ইউনিয়নের সাধারন জনতা বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button