নিজস্ব প্রতিবেদক: অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ উপলক্ষ্যে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের সহকারী অধ্যাপক শীলা প্রামাণিকের লেখা ‘রৌদ্রজ্বলা করোটি’ নামক কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গত বুধবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কামারখন্দ উপজেলার উপজেলা মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী।
এ সময় কামারখন্দ উপজেলার ইউএনও শাহীন সুলতানা, উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ (সবুজ), মোছা. সম্পা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান, মো. সেলিম রেজা ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম-সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহীর কৃতি সন্তান কবি ও আবৃত্তি শিল্পী শীলা প্রামাণিক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের মনোবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি অধ্যাপনার পাশাপাশি নিয়মিত সাহিত্য চর্চা এবং বাংলা ভাষার শুদ্ধ ও প্রমিত উচ্চারণ এবং শুদ্ধ ও প্রমিত বানান নিয়ে নিরলস কাজ করে চলেছেন। মোড়ক উন্মোচন শেষে অধ্যাপক শীলা প্রামাণিক বলেন, “একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্বচ্ছ ভাবমূর্তির এমপি ড. জান্নাত আরা হেনরী মহোদয় নিজ হাতে ‘রৌদ্রজ্বলা করোটি’ কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করায় আমি গর্বিত ও আনন্দিত। তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।”