রায়গঞ্জ থেকে, মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জে অতিতের রেকর্ট ভঙ্গ করলো শুকনে মরিচ। হঠাৎ করেই বেড়েছে শুকনো মরিচের দাম। গত কয়েক মাস আগেও শুকনো মরিচ প্রতি কেজি ১৬০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি করা হলেও বর্তমানে সেই শুকনো মরিচ বিক্রি করা হচ্ছে ৪৫০ টাকা থেকে ৫০০ টাকায়। আর একটু নিম্ন মানের মরিচ বিক্রি করা হচ্ছে ৩০০ টাকা থেকে ৩৫০ টাকায়।
গত সোমবার উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র। উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারে শুকনো মরিচ ক্রয় করতে আসা এক বিক্রেতা জানান, শুকনো মরিচের দাম আগে কখনো এমন অস্বাভাবিক বৃদ্ধি হতে দেখেনি। বর্তমান বাজারে কোনো কিছুই ক্রয় করা যায় না। কাচা মরিদের দামও আকাশচুম্বী। এ যেনো মড়ার উপর খাড়ার ঘাঁ হয়ে দাড়িয়েছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের।
উপজেলার হাটপাঙ্গাসী এক পাইকার ব্যবসায়ীর সাথে কথা হলে তিনি জানান, হঠাৎ শুকনো মরিচের আমদানি কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আমদানি বাড়লে দাম আবার স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছেন উপজেলার অধিকাংশ পাইকার ব্যবসায়িরা।