শাহজাদপুর প্রতিনিধি: সিরজগঞ্জের শাহজাদপুরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিগনের মাঝে দুর্নীতি বিরোধী ও শু্দ্ধূাচার বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে শাহজাদপুর রবীন্দ্র কাছাড়ী বাড়ি অডিটরিয়মে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ আয়োজিত ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)এবং জাইকা’র সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জ এর উপপরিচালক মো. তোফাজ্জল হোসেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত,শাহজাদপুর থানার ওসি ( অপারেশন) আব্দুল মজিদ।
এছাড়া উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি,সুধীজন।