চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শূকরের বাথান হতে শূকর ছিনতাই এর ঘটনা ঘটেছে। শনিবার রাতে ছিনতাই হওয়া শূকর ঢাকা, গাজীপুর এবং নরসিংদী অভিযান করে আন্তজেলা ছিনতাই ও ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার এবং ৪০টি শূকর ও ছিনতাই কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ময়মনসিংহের বিনয় চন্দ্র দাস (৩৮), ব্রাহ্মনবাড়িয়ার আব্দুল্লাহ আল মামুন (৩০), মানিকগঞ্জের মোহাম্মদ হান্নান মিয়া (২৭), ময়মনসিংহের ফুলবাড়িয়ার নুর মোহাম্মদ (২৮), নিলফামারির পলাশ চন্দ্র রায়(২৮)।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার)এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মো. কামরুজ্জামান পিপিএম তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের ভিত্তিতে ৩৬ ঘন্টার মধ্যে গাজীপুর, আশুলিয়া, ঢাকা ও নরসিংদী এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ টি শুকর সহ দস্যুতার কাজে ব্যবহৃত ট্রাক এবং আন্তজেলা শুয়োর ছিনতাই ও ডাকাতি দলের দলনেতা সহ ০৫ জন আসামিকে গ্রেপ্তার এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ওসি শ্যামল কুমার দত্ত জানান, গত ১৫ ফেব্রুয়ারি তারিখ রাত আনুমানিক ১ টা ৩০ ঘটিকার সময় চৌহালী থানাধীন বাগুটিয়া ইউনিয়নের বিনানুই হতে দস্যুতা করিয়া শূকরের বাথান হতে শূকর ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই দলের দলনেতা বিনয় দাস এর বিরুদ্ধে বিভিন্ন জেলায় সাতটি মামলা পাওয়া গিয়াছে এবং গ্রেফতারি পরোয়ানা মুলতুবী আছে।