ওমর ফারুক ভুইয়া, কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা আ্যথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়। বুধবার, ২৫ জানুয়ারি, দিনব্যাপী উপজেলার হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, একাডেমি সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল প্রমুখ।