সিরাজগঞ্জ

শহিদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শহিদ শেখ রাসেলের ৫৯ জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এ  উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সদর উপজেলা প্রশাসন ও সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, ১৯৬৪ সালে ১৮ অক্টোবর জাতির পিতার পরিবারে জন্মগ্রহণ করে শেখ রাসেল। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে শেখ রাসেলকে হত্যা করা হয়। হাজারো বাঙালির পক্ষথেকে সেদিনের ১০ বছরের শিশু রাসেলের প্রতি জানাই ভালোবাসা। রাসেল বাঙালির হৃদয়ে আজও বেঁচে আছে থাকবে।

সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সোরহাব আলী সরকার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি,বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার,বীর মুক্তিযোদ্ধা জহরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু,বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ টুংকু, মুক্তিযোদ্ধা সন্তান মনজরুল আলম রুবেল প্রমুখ।

উল্লেখ্য,অনুষ্ঠানে উপজেলার অধিকাংশ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button