সিরাজগঞ্জ

জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেল এর জন্মদিন পালিত

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮অক্টোবর) বিকেলে শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ রাসেল দিবসের দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল খান,বীর মুক্তিযোদ্ধা এসাহাক আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ ও পাবনা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম সপ্না, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল হাকিম। এসময় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম  ১৯৬৪ সালের ১৮ অক্টোবর।  বেঁচে থাকলে হয়তবা সেখ রাসেল  অনেক বড় মাপের মানুষ হতে পারত। ১৯৭৫ এর ১৫ আগষ্ট একদল বিপথগামী সেনাদল বঙ্গবন্ধু এবং তার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ পরিবারের সদস্যদের হত্যা করে এক কলংকময় ইতিহাসের সৃষ্টি করে ।

আলোচনা সভা শেষে শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক আহসান হাবীব এহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button