রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
এদিন সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিনের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন। উপজেলা আইসিটি অফিসার মহায়মেনুর সঞ্চালরনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ, উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.গোলাম রব্বানী, রায়গঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মো.ওয়াসিমুল বারী ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে রাসেল দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।