স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ সরকারি কলেজের নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষ রোপন, কবিতা, রচনা, গল্প, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কেক কর্তন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ কলেজের শেখ কামাল অডিটোরিয়াম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর টি. এম. সোহেল। বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. শরীফ -উস-সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ রাসেল দিবস -২০২২ উদযাপন কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো.শফিকুল ইসলাম। সার্বিক দায়িত্ব ছিলেন শেখ রাসেল দিবস -২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহিন আলম, সদস্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. ফিরোজ আলী। অনুষ্ঠান সঞ্চালনায় করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল।
এসময় আরও বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান এ. কে. এম. রেজাউল হক, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি সজীব সেখ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জীবন সেখ ও অন্যান্য নেতৃবৃন্দরা। এসময়ে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা -কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।