সদরসিরাজগঞ্জ

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত, প্রতিপাদ্যে কে সামনে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ( ১৮ অক্টোবর) সকাল ৮ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদে, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এর আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজগঞ্জ মো. তমাল হোসেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. মো. হাবিবে মিল্লাত তিনি বলেন,  প্রথমে স্মরণ করছি স্বাধীনতার  স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি বলেন ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠাতা করে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইসলাম ধর্ম আমাদের সকল মুসলমানদের কে সন্মানিত করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন পাকের দিক নির্দেশনা গুলি ও নবী রাসুলের সুন্নত গুলো সঠিক ভাবে পালন করবে এই জন্য তিনি ইসলামিক ফাউণ্ডেশন তৈরি করে ছিলেন। আজ ১৮ অক্টোবর ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু, ঘাতক চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ওই দিন ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি শিশু রাসেলও। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকরা তাকেও নির্মমভাবে হত্যা করে। মৃত্যুকালে শিশু রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত।বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা শিশু রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহিদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকারবঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন। মানবিক চেতনা সম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করেন।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ,  সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন,

এছাড়াও আরো উপস্থিত ছিলেন  সদর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন এর মডেল কেয়ারটেকার মোঃ ইমরান হোসেন, পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ কারী জেলা মডেল মসজিদের মোঃ রাশিদুল ইসলাম, মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পেশ ইমাম এশারত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পেশ ইমাম হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button