সিরাজগঞ্জ

নানা আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জে পালিত হলো শেখ রাসেল দিবস

সিরাজগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ পালিত হয়। এদিন সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বন্যাঢ্য র‌্যালি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১৮ অক্টোবার, দিবসের সকালে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৬৩, সিরাজগঞ্জ-০২ আসনের সাংসদ অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি, সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুল মন্ডল বিপিএম বার পিপিএম বার। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজগঞ্জ মো. তমাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী সরকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনাবেগম স্বপ্না, প্রেসক্লাব সভাপতি হেলালল আহাম্মেদ প্রমূখ।

এছাড়াও আলোচনা সভায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তাগণ বলেন,শেখ রাসেল নির্মলতার প্রতিক, দুরন্ত ও প্রানবন্ত নির্ভীক। ঘাতকরা আগামী দিনের সম্ভাবনাময় হাসিমাখা শিশু শেখ রাসেলকেও নৃশংসভাবে হত্যা করে। শেখ রাসেলসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হত্যায় জড়িত খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি প্রদানের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে বলে আশাবাদ জানান। শেখ রাসেলের স্মৃতি বুকে ধারন করে আগামী প্রজন্মকে জীবন গড়ার আহবান জানান।

কেন্দ্রীয়ভাবে আয়োজিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (২য় পর্যায়) এর আওতায় স্থাপিত ৫০০০ শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং ৩০০ শেখ রাসেল স্কুল অব ফিউচার এর শুভ উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button