জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৮তম জন্ম দিন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে র্যালি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার( ১৮অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বাদ জোহর মসজিদে মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনু মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি মো.তাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়াস উদ্দিন,মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার,তথ্য অফিসার তামান্না হকসহ মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নৃশংস ভাবে হত্যা করার বর্ণনা দিতে গিয়ে কান্না জড়িত কন্ঠে মো. তাজ উদ্দিন বলেন, শেখ রাসেল দীপ্ত জয়োল্লাসঅদম্য আত্নবিশ্বাস।
আমাদের প্রতিটি শিশু যেন তার পিতৃ ও মাতৃস্নেহে বিকশিত হয়, শেখ রাসেলের মত কোন শিশু যেন ঘাতকের বুলেটে প্রাণ দিতে না হয়। বর্তমান প্রজন্মের শিশুরা হোক শেখ রাসেলের মতই অদম্য আত্মবিশ্বাসে বলিয়ান।