সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দাবি দিবসের কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার বিকাল ৪টায় ফ্রন্টের শাহজাদপুর শাখার উদ্যোগে মনিরামপুর বাজারে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকল পেশার শ্রমিক দের নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ ও আইন করে বাস্তবায়ন, সকল শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করাসহ বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট ব্যবসায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নব কুমার কর্মকার, সদস্য সচিব অ্যাড. আনোয়ার হোসেন, শ্রমিক ফ্রন্টের সভাপতি পলাশ কুমার ঘোষ, ছাত্র ফ্রন্ট নেতা ছানোয়ার হোসেন ও তারিকুজ্জামান টরিক।