স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) টুইষ্টিং মিলের শ্রমিকরা রানী গ্রামের বেড়ি বাধ মোড়ে এক শ্রমিক সমাবেশ এর আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি আব্দুস ছোবাহান। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নব কুমার কর্মকার, শ্রমিক নেতা নিশান তালুকদার, দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম, ও মাসুদ হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গত ৪ বছর আগে শ্রমিকদের ২ টাকা করে মজুরি বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু গত ৪ বছরে জিনিস পত্রের দাম বেড়েছে অনেক। কিন্ত পর্যন্ত আর মজুরি বাজারের সাথে সমন্বয় করা হচ্ছে না, যার ফলে শ্রমিকদের জীবন ধারন কঠিন হয়ে পড়েছে। এসময় নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেয়ার জন্য জোর দাবি জানান।