সদরসিরাজগঞ্জ

মজুরী বৃদ্ধির দাবিতে সিরাজগঞ্জ জড়ি ও টুইষ্টিং মিল শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

দ্রব্যমুল্যের উর্দ্বগতিতে শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবি ও মালিক পক্ষের হাতে শ্রমিককে আহত হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জ জড়ি ও টুইষ্টিং মিল শ্রমিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসুচি পালিত হয়।

সোমবার, ৬ মার্চ, সকালে শহিদ নাজমুল চত্বর চৌরাস্তা মোড়ে জড়ি ও টুইষ্টিং মিল শ্রমিক ইউনিয়ন এর ভারপ্রাপ্ত  সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন-দ্রব্য মুল্যের উর্দ্বগতিতে জড়ি ও টুইষ্টিং মিল শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। মালিক শ্রমিককে মারপিটে আহত করেছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ আহত শ্রমিকের বিচার না পেলে আগামীতে অনশন কর্মসুচির আহবান করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- টুইষ্টিং মিল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. মমিনুল ইসলাম মুন্না,সহসাধারন সম্পাদক আবু তাহের তালুকদার,সদস্য পারভিন সুলতানা ও নবকুমার কর্মকার প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button