স্টাফ রিপোর্টার : মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শুক্রবার (১৯ আগষ্ট) সকালে মুক্তা প্লাজার সামনে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কানু’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন হিন্দুধর্মী কল্যান ষ্ট্রাষ্ট্রের ষ্ট্রাষ্টি অংকুর জিৎ সাহা নব, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড.জান্নাত আরা হেনরী তালুকদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক, অ্যাডভোকেট রঞ্জিত মন্ডল স্বপন, অ্যাডভোকেট কল্যাণ সাহা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদেও সাধারণ সম্পাদক সনজয় সাহা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা,পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হীরক গুণ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলিপ গৌর, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অশোক ব্যানাজী ও সাধারণ সম্পাদক সুজন দে, সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলোক, পৌর হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি উৎপল সাহা ও সাধারন সম্পাদক সৌরভ ঘোষ পিনু প্রমুখ।
পরে ঢাক-ঢোল সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে কালিবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়। এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে শোভাযাত্রার উদ্বোধন করা হয়।