স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হন রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজ এর অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম সরকার।
বুধবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম সরকারকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) এর সন্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা অনুষ্ঠান সঞ্চালনা করেন।