সিরাজগঞ্জ

ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কবির বিন আনোয়ার

Eye Hospital Rajshahi

এখনও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলাদলি নিরসন করতে হবে, নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌমত্ব যে বাঙালি জাতির অস্তিত্ব প্রকাশ পেয়েছিল। জাতির পিতাকে হত্যার মধ্য তা একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়। আওয়ামী লীগের নির্বাচন কমিটির কো-চেয়ারম্যান সদ্য অবসরপ্রাপ্ত মন্ত্রী পরিষদ সচিব কবির আনোয়ার একথা বলেন। তিনি আরও বলেন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোকবর্তিকা হয়ে ফিরে এলেন বাংলার গরিব-দুঃখী মানুষের কাছে। দীর্ঘ ৪০-৪২ বছর ধরে শেখ হাসিনার নিরন্তর সংগ্রামের সুফল আমরা পাচ্ছি।

গতকাল রোববার, ১৫ জানুয়ারি, সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় কবির বিন আনোয়ার আরও বলেন প্রধানমন্ত্রীর সূদুরপ্রসারী সিদ্ধান্ত ও নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে আজকে আমরা সারা বিশ্বের মাঝে উন্নয়নের রোল মডেল হিসেবে স্থান পেয়েছি।

বিএনপি-জামায়াত জোট এর সমালোচনা করে তিনি বলেন, যে ঘাতক রাজাকার আমার দেশের মা-বোনদের তুলে দিয়েছিল পাকিস্তানিদের হাতে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সেই রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দেওয়া হয়েছিল। ২০০১ সালের নির্বাচনের পরে জামায়াত-বিএনপি জোট সরকারের নেতৃত্বে প্রগতিশীল মানুষের উপরে আক্রমণ করা হয়েছিল। সারাদেশে একযোগে বোমা বিস্ফোরণ ও  ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল, বাংলা ভাই তৈরি হয়েছিল। আমরা মধ্যযুগে ফিরে গিয়েছিলাম।

পৌরসভা মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভির শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইসুফ সূর্য, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম শফি ও সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল। সংবর্ধনা সভায় সিরাজগঞ্জের আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃত্ব, নির্বাচিত প্রতিনিধিসহ সুধী সমাজের প্রতিনিধি ও সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button