সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সংঘর্ষে গুলিবর্ষণকারী  আরিফসহ গ্রেফতার ০৩

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে লাইসেন্সকৃত বন্দুক দিয়ে গুলিবর্ষণ করে আরিফ নামের যুবক। তার গুলিতে ২৪ জন আহত হয়। এঘটনায় মামলা করা হয়। তাতে আরিফসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া একটি একনালা বন্দুক জব্দসহ জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে আটক করা হয়।

মঙ্গলবার, ১০ জানুয়ারি, সকালে সদর উপজেলার বাঐতারা গ্রামের মো. শফিকুল ইসলাম বাদি হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে অভিযুক্ত করে মামলা করেন।

গ্রেফতাররা হলেন, বাঐতারা গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে আরিফ হোসেন এবং একই গ্রামের বুলবুলের ছেলে শাকিল ও আল মাহমুদের ছেলে সাহেদ।

এদিকে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল থেকে আটককৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলা কাশিয়াহাটা গ্রামের শাহজাহান প্রামানিকের ছেলে ছাব্বির ও রায়গঞ্জ উপজেলা ধানগড়া গ্রামের এশারত প্রামানিকের ছেলে আয়নাল।

সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বাংলানিউজকে বলেন, মঙ্গলবার সকালে শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। সোমবার, ০৯ জানুয়ারি, বিকেলে গুলিবর্ষণকারী আরিফসহ আটক তিনজন এ মামলার আসামি। অপরদিকে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে আটক করা হয়েছে।

এর আগে সোমবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঐতারা গ্রামের আলম হোসেন ও রুবেল গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে রুবেল গ্রুপের পক্ষে সাবেক ছাত্রলীগ নেতা আরিফ তার লাইসেন্স করা বন্দুক নিয়ে গুলিবর্ষণ শুরু করেন। এতে ২৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button