সিরাজগঞ্জ

রায়গঞ্জে ফসলি জমিতে কারখানা নির্মান বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন

রায়গঞ্জ প্রতিনিধি: রায়গঞ্জের চান্দাইকোনায় ঘনবসতি পূর্ণ তিন ফসলী জমিতে অবৈধভাবে শিল্প কারখানা স্থাপন ও পুকুর খননের কাজ করছেন মর্মে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সোমবার সকাল ১১টায় এব্যাপারে রায়গঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এইচ এম মোনায়েম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ঐ এলাকার বাসিন্দা এস এম সোহাগ সরকার।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক নজরুল ইসলাম, নিজাম উদ্দিন, জহুরুল ইসলাম, ছামিদুল ইসলাম, আবু ওয়াহেদ সরকার, রঞ্জন আকন্দ, জাহাদ আকন্দ প্রমুখ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে জানানো হয়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা গ্রামের মৃত কায়ছার আলী সরকারের ছেলে আনোয়ারুল ইসলাম সরকার সহ প্রায় ১৩ জন বিত্তবান প্রভাবশালী ব্যক্তি দলবদ্ধ হয়ে চান্দাইকোনা মৌজায় অভিযোগকারীদের তিন ফসলি জমি ও বসতবাড়ির অদুরে অটো রাইস মিল স্থাপন ও পুকুর খননের কাজ করছেন। ঘটনাস্থলের নিকটবর্তী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চান্দাইকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লীবিদ্যুতের চান্দাইকোনা সাবস্টেশন, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ ভবন ও বেশকয়েকটি বসতবাড়ি অবস্থিত। ঐস্থানে পুকুর খনন ও অটো রাইস মিল স্থাপন করা হলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াসহ কারখানার নির্গত ধোঁয়া, বর্জ্য ও উড়ন্ত ছাইয়ে নিকটবর্তী জমির ফসলহানিসহ পরিবেশ বিনষ্ট হবে।

ইউনিয়ন পরিষদ কার্যালয় ও পল্লীবিদ্যুৎ সাবষ্টেশনে যাতায়াতকারী লোকজন ও বিদ্যালয়গামী শিশু শিক্ষার্থীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পতিত হবে। এ ছাড়াও এলাকার বসতবাড়িগুলো বসবাসের অযোগ্যহয়ে পড়বে বলে এলাকাবাসী শঙ্কিত হয়ে পড়েছেন।

সম্মেলনে উপস্থিত কৃষক ও এলাকাবাসী জনসার্থে কারখানা বন্ধের ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button