সিরাজগঞ্জ

ছোট ভায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বড় ভাই এর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : জার্মান ফেরত রেজাউল হক মিঞা নামে প্রবাসী তার নিজের ছোট ভাই ও স্ত্রীর হাত থেকে জানমালের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করে। গত মঙ্গলবার, ৩ এপ্রিল সকালে সিরাজগঞ্জ শহরের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেজাউল হক মিঞা বলেন ১৯৭৭ সাল থেকে জীবীকার তাগিদে তিনি স্ত্রী পুত্র নিয়ে জার্মানীতে বসবাস করেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামে। তিনি জার্মান থাকলেও মাঝে মাঝে দেশে আসেন বাড়িঘড় ও জমিজমা দেখাশুনা করার জন্য। তার অবর্তমানে ছোট ভাই স্কুল শিক্ষক জাহাঙ্গীর হোসেন জমিজমা দেখা শুনা করেন এবং ফসল বিক্রি করে টাকা সংগ্রহ করেন। করোনার সময় দীর্ঘ দিন জার্মান থেকে তিনি দেশে আসতে পারেন নি এই সুযোগে ছোট ভাই ও তার স্ত্রী বিদেশ থেকে তার পাঠানো টাকা এবং ফসলের টাকা আত্মসাত করেন। জার্মান থেকে এসে সেই টাকা চাইলে তারা টাকা ফেরত না দিয়ে হুমকি দিতে থাকে এক পর্যায়ে বাধ্য হয়ে বড় ভাই ছোট ভাই ও তার স্ত্রী বিরুদ্ধে আদালতে মামলা করে। মামলার শুনানীতে ছোট ভাই এর স্ত্রীর জামিন হলেও ছোট ভাই জাহাঙ্গীরকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকেই ছোট ভাই এর স্ত্রী বিভিন্ন লোক দিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে আসছে।

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন রেজাউল ইসলামের চাচাতো ভাই মো. ফরিদুল ইসলাম, ফুপাতো ভাই মো. শহিদুল ইসলাম।

এর আগে গত সোমবার ছোট ভাই জাহাঙ্গীর কবীরের পক্ষ থেকে তার পরিবার ও এলাকাবাসীর একাংশ বড় ভায়ের বিরুদ্ধে নানাঅভিযোগ  উন্থাপন করে কামারখন্দের মুগবেলাই লুৎফিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্দনের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button