শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ইউএনও’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) ভূমিহীন -গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরে শুভ উদ্বোধন ও শাহজাদপুর উপজেলাকে ভূমিহীন- গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে গত সোমবার বিকেলে শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, শাহজাদপুর সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, সিনিয়র সহসভাপতি আবুল কাশেমসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
এ সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শাহজাদপুর উপজেলায় ৪র্থ পর্যায়ে ২য় ধাপে ৮১ টি পরিবারকে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে আগামী ৯ আগষ্ট প্রধান মন্রী শেখ হাসিনা শাহজাদপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করবেন।