সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের ৬০-৭০ ও ৮০ দশকের সংস্কৃতিজনদের পূনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সন্মাননা ক্রেস্ট বিতরণ, স্মৃতিচারন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের ৬০-৭০ ও ৮০ দশকের সংস্কৃতিজনদের পূনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ মার্চ) সকালে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে এই পূনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়। যমুনা পাড়ের মহাবন্ধনে মিলব সবাই প্রানে ও মনে স্লোগানে আয়োজিত ৬০-৭০ ও ৮০ দশকের সংস্কৃতিজনদের পূনর্মিলনী উৎসব উদ্বোধন করেন, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ,ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান জুলফিকার মতিন।

 ৬০-৭০ ও ৮০ দশকের সংস্কৃতিজনদের পূনর্মিলনী উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি মোহন রায়হান, রবীন্দ্র সংগীত শিল্পি ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী প্রমূখ।

উল্লেখ্য, ৬০-৭০ ও ৮০ দশকে সিরাজগঞ্জের সংস্কৃতি অঙ্গনকে আলোকিত করা প্রবীন শিল্পিরা বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, স্মৃতিচারন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button