স্টাফ রিপোর্টার: গত সোমবার, ১৬ জানুয়ারি, সকালে কাজিপুর উপজেলা পরিষদ হল রুমে ১০ জনকে শহিদ এম মনসুর আলী স্মৃতি সন্মাননা প্রদান করা হয়। এসময় কাজিপুর পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় নেতা, জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর শহিদ এম মনসুর আলীর স্বাধীনতা সংগ্রাম ও তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাষ্টার, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, শহিদ এম মনসুর আলী স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১০ জনকে শহিদ এম মনসুর আলী স্মৃতি সন্মাননা প্রদান করা হয়। সন্মাননা প্রাপ্তরা হলেন, রাজনীতিতে- আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাবেক এমপি (মরনোত্তর), সমাজসেবায়- জহরুল ইসলাম তালুকদার সাবেক এমপি (মরনোত্তর), চিকিৎসা সেবায়- জাতীয় অধ্যাপক ডা. এম.কিউ. কে তালুকদার, শিক্ষায়- প্রফেসর মো. তোফাজ্জল হোসেন (মরনোত্তর), শিল্প উদ্দ্যোক্তা- ইঞ্জিনিয়ার এ কে এম মোশারফ হোসেন, মুক্তিযুদ্ধ- বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন ভুলু (মরনোত্তর), মুক্তিযুদ্ধ- বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান দুদু (মরনোত্তর), শিক্ষানুরাগী- এ কে ইফাজ উদ্দিন (মরনোত্তর), সাহিত্যে- কবির সালেহা খাতুন (মরনোত্তর), কৃষিতে কৃষিবিদ আব্দুর রাজ্জাক (মরনোত্তর)।