সদরসিরাজগঞ্জ

এনডিপি সমন্বিত কৃষি ইউনিটের আওতায় নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র উদ্বোধন

এনডিপি সমন্বিত কৃষি ইউনিট এর উদ্যোগে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়। এনডিপি শিয়ালকোল শাখার বিলধলী গ্রামের সদস্য মোছা. জেসমিন খাতুনের অভিভাবক মো. ওয়াহাব আলীর সুসজ্জিত ভ্যানে এই নিরাপদ সবজি কর্ণার স্থাপন করা হয়। ওয়াহাব আলী কৃষি ইউনিটে বাস্তবায়িত বিভিন্ন নিরাপদ সবজি প্রদর্শনীর জমি থেকে সবজি সংগ্রহ করে ভ্যানের মাধ্যমে শিয়ালকোল এর আশেপাশের গ্রামসহ সিরাজগঞ্জ শহরের বিভিন্ন মহল্লায় সবজি বিক্রিয় করবে। এর মাধ্যমে স্বাস্থ্য সচেতন মানুষের জন্য খুব ক্ষুদ্র প্রয়াসে নিরাপদ সবজি পাওয়া সম্ভব হবে।

গতকাল ৩০ জুন নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রে সারা বছরব্যাপী নিরাপদ সবজি সরবরাহের ব্যবস্থা করতে হবে। নিরাপদ সবজির গুরুত্ব এবং কিভাবে উৎপন্ন হয় সে সম্পর্কে লিফলেট ভ্যানে অর্থাৎ বিক্রিয় কেন্দ্রে রাখার পরামর্শ দেন। যেন ক্রেতাগণকে লিফলেট দেখে সম্মুখ ধারণা লাভ করতে পারেন। 

তিনি আরও বলেন দেশে সবজি উৎপাদনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশক। এর ফলে দেশের মানুষ যেমন রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে তেমনি আক্রান্ত হচ্ছে নানা জটিল রোগে। এ থেকে মুক্তি পেতে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে ফসল উৎপাদন প্রকল্প গ্রহণ করেছে পিকেএসএফ সমন্বিত কৃষি ইউনিট। সমন্বিত কৃষি ইউনিটের কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা এনডিপি। কৃষি ইউনিটের লক্ষ্য পরিবেশবান্ধব লাগসই প্রযুক্তি বিস্তারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বেকাররত্ব হ্রাস এবং পুষ্টি সরবরাহ নিশ্চিত করা।

পুষ্টি সরবরাহ নিশ্চিত করতে হলে অবশ্যই নিরাপদ খাদ্য সরবরাহ একান্ত জরুরী। এনডিপি, সমন্বিত কৃষি ইউনিটের কার্যক্রম সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ উপজেলায় বাস্তবায়ন করছে। কৃষকদেরকে নিরাপদ সবজি উৎপাদনের জন্য মালচিং সীটের ব্যবহার, জৈব বালাইনাশক স্প্রে, হলুদ ফাঁদ এবং নীল ফাঁদের ব্যবহার (এর মাধ্যমে ভাইরাস রোগের বাহক দমন হয়), অত্যাধিক রাসায়নিক সারের ব্যবহারের পরিবর্তে জৈব সারের ব্যবহার। এসব উপকরণগুলো ব্যবহারের ফলে সবজি অনেকাংশেই নিরাপদ হয়ে থাকে। দেশের মানুষের পুষ্টির পাশাপাশি নিরাপদ খাদ্য সরবরাহ এখন সময়ের দাবী।

নিরাপদ সবজি বিক্রেতা ওয়াহাব বলেন দীর্ঘদিন হলো সবজি বিক্রি করি কিন্ত নিরাপদ সবজি বিক্রি এই প্রথম। এছাড়া এনডিপি আমার ভ্যান খুব সুন্দর ডেকোরেশন করে দিয়েছে যার কারনে পূর্বের চেয়ে ভ্যানে সবজি বিক্রি অনেকাংশে বৃদ্ধি পাবে এটা নিশ্চিত করে বলা যায়। এই বিক্রয় কেন্দ্রে মৌসুম ভিক্তিক সবজি বিক্রি হবে।

সবজি বিক্রয় কেন্দ্রে আসা ক্রেতা মো. শাহাজাহান সিরাজ বুলবুল জানান, এটি একটি ভালো উদ্যোগ। এনডিপি’র উদ্যোগে এই বিক্রয় কেন্দ্রের পণ্য নিরাপদ এবং বিষমুক্ত। এটি ক্রেতাদের মাঝে ছড়িয়ে দিতে পারলে এবং ক্রেতাদের আশ্বস্ত করতে পারলে এই উদ্যোগ সফলতার মুখ দেখবে। আমরাও চাই নিরাপদ ও বিষমুক্ত সবজি কিনতে। কিন্তু কোথায় পাওয়া যাবে এটি আমাদের জানা ছিল না। কৃষকদের মাঝে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্য এবং উদ্দেশ্যে সম্পর্কে বিস্তারিত তথ্য কৃষক প্রশিক্ষণের মাধ্যমে জানানো হয়েছে। এনডিপি সমন্বিত কৃষি ইউনিট আশা করে এর মাধ্যমে ক্রেতাগণের মাঝে নিরাপদ সবজির গুরুত্ব এবং এর প্রাপ্তি সম্প্রসারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button