রায়গঞ্জসিরাজগঞ্জ

দিগন্তজুড়ে সবুজের সমারোহ, কৃষকের মুখে সোনালী হাসি

প্রতিদিন প্রতিবেদন: সিরাজগঞ্জের রায়গঞ্জে দিগন্তজুড়ে সবুজের সমারোহে কৃষকের মূখে সোনালী হাসি। ভরা আমন মৌসুমে প্রচন্ড খরা তাপদাহে আমন আবাদ নিয়ে কৃষক যখন সঙ্কায় ভুগছিল। সেচ দিয়েও আমন আবাদে কাজ হচ্ছিলনা। খাল-বিল শুকিয়ে ও আমন ধানের জমি ফেটে চৌ-চির। ঠিক এসময় ভাদ্র মাসের মাঝামাঝি ভারি বর্ষনে নিম্নাঞ্চল প্রাবিত হয়ে খাল-বিলে প্রাণ ফিরে আবেস। আমন ধানে সবুজের সমারোহে কৃষকের মূখে ফুটে উঠে সোনালী স্বপ্নের হাসি।

রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, এ বছর রায়গঞ্জে আমন ধানের আবাদ হয়েছে ১৯ হাজার ১৬৫ হেক্টোর জমিতে। সরকার পর্যাপ্ত কৃষি প্রণোদনা হিসাবে বীজ ও ইউরিয়া, টিএসপি, এমওপি সার বিনামূল্যে কৃষকের মাঝে বিতরণ করায় কৃষিতে এই ব্যাপক সাফল্য এলো বলে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান।

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম জানান ১ম পর্যায় ২ হাজার কৃষকের মাঝে সার ও বীজ প্রনোদনা, ২য় পর্যায় ৪৫০ জনকে বীজ, ৩য় পর্যায়ে ৪০০ জনকে সার ও বীজ প্রণোদনা বিতরণ করা হয়। উপসহকারী কৃষিকর্মকর্তাগণ সার্বক্ষণিক কৃষকের পরামর্শ প্রদান করে। ফলে কৃষকের সাফল্য আসে বলে রায়গঞ্জ উপজেলা প্রান্তিক কৃষক লালন সেখ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button