চৌহালীসিরাজগঞ্জ

চৌহালী আ. লীগ সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. তাজ উদ্দিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। মঙ্গলবার (১২ডিসেম্বর) নির্বাচনী এলাকা-৬৬, সিরাজগঞ্জ-৫ এর নির্বাচনী অনুসন্ধান কমিটি কর্মকর্তা মো. সোহেল রানা স্বাক্ষরিত একটি নোটিশ আওয়ামীলীগ সভাপতিকে দেওয়া হয়।

জানা যায়,  প্রতিক বরাদ্ধের আগে নির্বাচনী প্রচার-প্রচারনা নিষিদ্ধ থাকলেও উক্ত আসনে নৌকা মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডলের পক্ষে নেতাকর্মীসহ পথসভা ও প্রচার-প্রচারনা করেছেন যা গত ১১ ডিসেম্বর তারিখে একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদন বিষয়ে অনুসন্ধানী কমিটি সরজমিনে অনুসন্ধান পূর্বক ঘটনার সত্যতা পাওয়া যায়, যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি, ২০০৮ এর ১১(ক)বিধির সু-স্পষ্ট লঙ্ঘন।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা-৬৬ সিরাজগঞ্জ-৫ (চৌহালী ও বেলকুচি) অধিক্ষেত্রের গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ ও ৮৪ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১১(ক) এর লঙ্ঘন মর্মে আপাতত দৃষ্টিতে প্রতীয়মান হয়। “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮” এর ১১(ক)নং বিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে, কেন নির্বাচন কমিশনে ১৮ বিধি মোতাবেক শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তৎমর্মে আগামী সোমবার ১৭ ডিসেম্বর শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালত এর স্থায়ী কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button