সিরাজগঞ্জ

বেঙ্গল মিট এর সঙ্গে এনডিপি-আরএমটিপি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত

এনডিপি প্রতিনিধি : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রোজেক্ট এর উপ-প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর,  সংস্থার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বেঙ্গল মিট ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ও রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি) এর সঙ্গে এনডিপি’র এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিপি এর  পরিচালক কর্মসূচি শাহ মোহা. আজাদ ইকবাল ও বেঙ্গল মিটের পক্ষে জেনারেল ম্যানেজার কৃষান্থা বিজয় সুরিয়া, ও সোর্সিং ম্যানেজার মো. ইমরুল কায়েস।  অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিপি’র নিরাপদ মাংসের বাজার উন্নয়ন প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেঁর মো. শাহাদত হোসেন।

অনুষ্ঠানে এনডিপি আরএমটিপি প্রকল্পের কর্মযজ্ঞ ও চুক্তি ভিত্তিক খামারায়ন কার্যক্রমকে সম্প্রসারণের উদ্দেশ্যে বেঙ্গল মিট ও এনডিপি আরএমটিপি-র যৌথভাবে কাজ করার ক্ষেত্রসমূহের বিষয়ে সম্যক ধারনা প্রদান করেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বেঙ্গল মিটের জেনারেল ম্যানেজার কৃষান্থ জয় সুরিয়া তার বক্তব্যে বলেন, “বেঙ্গল মিটের কার্যক্রম ও রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্টের কার্যক্রমে বেশ মিল রয়েছে। উভয়েই নিরাপদ মাংস উৎপাদনে কাজ করছে। যা ভবিষ্যতে দেশে খামারিদের নিরাপদ খামারায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।” এনডিপির শাহ মোহা. আজাদ ইকবাল, ডিরেক্টর প্রোগাম তার বক্তব্যে বলেন, “বেঙ্গল মিটের মতো প্রাতিষ্ঠানিক ক্রেতার সাথে এ ধরনের চুক্তি ভিত্তিক খামারায়ন খামারীদের নিরাপদ মাংস উৎপাদন, বিক্রয় ও আয় বৃদ্ধিতে তথা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কার্যকরী সহায়ক ভূমিকা রাখবে।” সমঝোতা স্মারকে বেঙ্গল মিট ইন্ডাষিট্রজ লিমিটেড এর পক্ষে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার কৃষান্থ জয় সুরিয়া এবং এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান এর পক্ষে স্বাক্ষর করেন  পরিচালক কর্মসূচি ও আরএমটিপি এর ফোকাল পারসন শাহ মোহা. আজাদ ইকবাল। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বেঙ্গল মিটের চিকিৎসক মো. হারুনুর রশিদ, এলএসপি মো. জাহিদ এবং এনডিপি আরএমটিপি প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button