মো. সাহেব আলী, উল্লাপাড়া প্রতিনিধি: সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই প্রতিপাদ্য কে সামনে রেখে উল্লাপাড়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন জাতীয় পতাকা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি সমবায় পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করেন। সমবায়ীদের অংশগ্রহণে পৌরশহরে এক বণার্ঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করেছে।পরে উপজেলা পরিষদ হলরুমে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা সমবায় অফিসার মো. মারুফ হোসেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব সমিতির সাধারন সম্পাদক হুমায়রা সিয়াম, একতা সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি হাফিজুর রহমান, উল্লাপাড়া কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সহ সভাপতি নবী নেওয়াজ খান প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতির কর্মকর্তাদের হাতে সমবায় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।