সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :  সিরাজগঞ্জ জেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়। গত সোমবার ১৯ জুন বিকেলে শহরের আব্দুর রউফ পাতা পৌর মুক্ত মঞ্চে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

নবগঠিত জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কে.এম হোসেন আলী হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার খান লিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, এ্যাড. বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম, ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেলিম আহমেদ ও যুবলীগের যুগ্ম আহবায়ক সঞ্জয় সাহা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে শান্তি বিরাজ করে। আর বিএনপি-জামায়াত ক্ষমতা থাকলে দেশে জঙ্গী-সন্ত্রাস বেড়ে যায়। বিএনপির সমালোচনা করে বক্তারা বলেন, বিএনপি দেশে সন্ত্রাস-নৈরাজ্যসহ বিশৃংখলা সৃষ্টির জন্যই সিরাজগঞ্জের সমাবেশ থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করেছে। শেখ হাসিনার কিছু হলে যুবলীগ ঘরে বসে থাকবে না। যুবলীগ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে। এখনো ঐক্যবদ্ধ রয়েছে। আগামী নির্বাচনে যুবলীগ ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করে চতুর্থবারের মতো জনগনের সমর্থন নিয়ে আওয়ামীলীগকে ক্ষমতা আনতে মাঠ পর্যায়ে কাজ করবে। সমাবেশ শেষে নবগঠিত ৪১ সদস্য বিশিস্ট যুবলীগের আহবায়ক কমিটি পরিচয় করিয়ে দেয়া হয়। এর আগে ১৩ জুন জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button