সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর রিক্সা ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির আলোচনা সভা ও অভিষেক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ সদর রিক্সা, ভ্যান ও গ্যারেজ মালিক সমিতি রেজিস্ট্রশন নং ১৩৩ বাজার স্টেশন (দক্ষিণ) সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যনিবাহী কমিটির সদস্যদের পরিচিতি সভা, আলোচনা সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়।

গত বুধবার, ৭ জুন সকালে পৌর আব্দুর রউফ পাতা মুক্ত মঞ্চ, বাজার স্টেশনে সিরাজগঞ্জ সদর রিক্সা, ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির সভাপতি মো. আব্দুর রউফ সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। সিরাজগঞ্জ পৌরসভায় উন্নয়ন করা হচ্ছে নতুন ভবন করা হয়েছে। উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সরকার প্রধান করতে হবে। তিনি আরও বলেন, পৌরসভার শহরের মধ্যে শুধু লাইন্সেকৃত রিকশা-ভ্যান চলবে নিয়মের মধ্যে। তাদের জন্য শ্রমিক সংগঠনের জন্য অফিস করা ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার ট্রাফিক আইন মেনে চলবেন। শহরে দ্রুতগতিতে রিক্সা-ভ্যানগাড়ি চালাবেন না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান খান (ফজলু), সিরাজগঞ্জ সদর রিক্সা, ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. ফজরুর রহমান ফজলু,  সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, সহ-সভাপতি মো. পলাশ ভূইয়া, আসলাম প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান টিক্কা, প্রচার সম্পাদক জেল হক মোল্লা, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সড়ক সম্পাদক আব্দুর রশিদ, কার্যকরী সদস্য মো. আব্দুস সালাম ভ্যাবল, মো. আব্দুস সালাম ভ্যাবল, মির্জা মো. আমজাদ হোসেন লাইজু, জহুরুল ইসলাম, মো. বকুল হোসেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর জব্বারসহ রিক্সা-ভ্যান শ্রমিক সদস্যগণ, মালিকগণ, গ্যারেজ মালিকদের অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা রিকসা শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি বাসেদ বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button