পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)-সমৃদ্ধি কর্মসূচী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের ব্যবস্থাপনায় গত ১০ মার্চ দিন ব্যাপি বিনামূল্যে মূল্যে অসহায় গরীব রোগীদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
মশিন্দা ইউনিয়নের সাধারন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং পুষ্টি ঘাটতি পুরন করে দরিদ্র অসহায় মানুষের আর্থিক ক্ষতি লাঘব করাই এ র্কাক্রমের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে গুরুদাসপুর উপজেলা হেলথ কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার শারমিন জাহান লুনা জন ৫০ জন রোগী, মেডিসিন ডাক্তার মো. রাজীব হোসেন ৫৪ জন ও নাক কান গলা বিষয়ে এমবিবি এস ডাক্তার মো. ফরিদ উদ্দিন ৫২ জন সহ মোট- ১৫৬ জন নারী ও পুরুষ গরীব রোগীর বিনামূল্যে স্বাস্থ্য চেক আপ করে প্রেসক্রিশন করেন ও প্রয়োজনীয় ফ্রি ঔষধ প্রদান করা হয়।
এ চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র ৪ নং মশিন্দা ইউনিয়নের চেয়ারম্যান মো: আ: বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সেলিম জাহাঙ্গীর স্বপন ও ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ এবং কাছিকাটা শাখার সমৃদ্ধি প্রোগ্রামের সমন্বয়কারী মোঃ কছিম উদ্দিন, শাখা হিসাব রক্ষক মোঃ রশেদুল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি মহোদ্বয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এনডিপি অত্র ইউনিয়নে স্বাস্থ্য, শিক্ষা ,সামাজিক উন্নয়ন ও ক্ষুদ্র ঋনসহ অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করায় এলাকার সাধারন মানুষ ভীষন উপকৃত হচ্ছে। এতে সাধারন জনগন বিভিন্ন রোগের চিকিৎসা ও ঔষধ সহজেই পেয়ে সুস্থ আছে । যা অন্য কোন এনজিও এ ধরনের কাজ অত্র ইউনিয়নে করেননা। এজন্য পিকেএসএফ এবং এনডিপিকে ধন্যবাদ জ্ঞাপন করে এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ও ব্যক্ত করেন।