জাতীয়সদরসিরাজগঞ্জ

বগুড়া শেরপুরে লেখক-শিল্পী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বগুড়া শেরপুরে ‘লেখক-শিল্পী ও সুধী সম্মেলন-২০২৪’ অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে শেরপুর সংস্কৃতি পরিষদের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাহিদ হাসান রবিন। শুভ উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। প্রধান আলোচক ছিলেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সিনিয়র সহ-সভাপতি লায়ন মো. আাতিকুর রহমান মিঠু, কবি ও সম্পাদক রবু শেঠ ও প্রত্যয় হামিদ। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক লতিফ আদনান। এই পর্বটি উপস্থাপনা করেন কবি এইচ আলীম।

অনুষ্ঠানটি ছয়টি পর্বে সাজানো ছিল। বিভিন্ন বিষয়ে ২৭ জন গুণীজনকে সংগঠন কর্তৃক সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদান পর্বে সভাপতিত্ব করেন এনডিপি’র পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. রেজাউল করিম, বাংলাদেশ শিল্প ব্যাংকের সাবেক পরিচালক কে. এম. মাহবুবার রহমান হারেজ ও শেরপুরের সামিট স্কুল এ্যান্ড কলেজের শিক্ষা প্রশাসক সাইফুল ইসলাম লিপু। এই পর্বটি উপস্থাপনা করেন সংগঠনের সভাপতি কথাসাহিত্যিক নাহিদ হাসান রবিন।

লিটলম্যাগ সম্পাদকদের সাহিত্য ভাবনা পর্বে আলোচনা করেন, দ্যূতি সম্পাদক জয়ন্ত দেব, সবুজস্বর্গ সম্পাদক লতিফ জোয়ার্দার, হাইফেন সম্পাদক প্রত্যয় হামিদ, পুনশ্চ সম্পাদক রবু শেঠ, শব্দ কথন সম্পাদক এইচ আলীম, অ আ সম্পাদক রবিউল আলম অশ্রু, নিহারণ সম্পাদক বঙ্গ রাখাল, হৃদয়ে চলন সম্পাদক হাদিউল হৃদয় প্রমুখ।

এছাড়া অন্যান্য পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা, মনিরুজ্জামান স্বপন, ডা. রাফসানা জাহান রিম্মী, তৌহিদুজ জামান পলাশ, ময়নুল হক ডুপলে, আব্দুল আলীম, মাহবুবুর রহমামান ফিরোজ, দিল আফরোজা শাপলা ও সেলিনা সুলতানা লিখন। স্বরচিত কবিতা পাঠ পর্বে উপস্থাপনা করেন জাকিয়া পারভিন মুক্তি ও আবু সাঈদ ফকির। সংগীত পর্বে উপস্থাপনা করেন রোজিনা আলীম ও শেখ মো. মিজানুর রহমান বাবু।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও গান শ্রোতাদের দারুণভাবে বিনোদন দিয়েছে। এছাড়া লিটলম্যাগ সম্পাদকদের সাহিত্য ভাবনা ও সুধীজনদের সাহিত্য ভাবনা শীর্ষক দুটি শিক্ষনীয় পর্ব অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সুধীজন ও ছাত্র-ছাত্রীদের মুগ্ধ করেছে। রাত ৮ টায় সংগীত পরিবেশন শেষে এই পর্বের সভাপতি কণ্ঠশিল্পী এস. এম. আব্দুল হাই বাবু অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button