রায়গঞ্জ থেকে, মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে আবাদি জমির জলাবদ্ধতা দূর করন ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরিষা বীজ বিতরণ করা হয়। রোববার, ৬ নভেম্বর বিকেল ৪ টায় গ্রাম পাঙ্গাসী বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রায়গঞ্জ জোনের এসও মো. মোমিন উদ্দিন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালনা বোর্ডের সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন সুইট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম মাহে আলম, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুস আলী তাড়াশী, তাড়াশ উপজেলা কৃষক লীগের আহবায়ক গামছা শহিদ, জাহিদুল ইসলাম গণি সহ উপজেলা আওয়ালীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।