সিরাজগঞ্জ

সলঙ্গার জোড়দিঘি-কালিকাপুর রাস্তার বেহাল দশা

সিরাজগঞ্জের সলঙ্গায় জোড়দিঘি-কালিকাপুর রাস্তাটির বেহাল দশা। বৃষ্টি মৌসুমে কাদা পানি জমে থাকায় এ রাস্তা দিয়ে যানবাহন বা মানুষের পায়ে হেঁটে বর্তমানে চলাচল করা দুরহ হয়ে পড়েছে। একদিন বৃষ্টি হলে অন্তত: ৭ দিন থাকে কাদা পানি। সলঙ্গা থানার ধুবিল ইউপির আমশড়া জোড়দিঘি বাজার হতে রামকৃঞপুর ইউপির খুদ্দর্শিমলা হয়ে কালিকাপুর গ্রাম পর্যন্ত রাস্তাটি বৃষ্টি মৌসুমে চলাচলে একেবারেই নাজুক । আর এ ভোগান্তিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা জানান, সামান্য ১ কিলোমিটার জোড়দিঘি-কালিকাপুর রাস্তাটি পাকাকরনের জন্য রামকৃঞপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো সহ সংশ্লিষ্ট দফতরে বহুবার আবেদন জানিয়েছেন। নামকা ওয়াস্তে রাস্তায় মাটি পড়লেও রাস্তাটি পাকা না করায় বৃষ্টি, বর্ষার কয়েক মাসে ওই রাস্তায় পানি কাদা জমে থাকায় চলতে গিয়ে এলাকাবাসীকে চরম নাজেহাল হতে হচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। খুদ্দর্শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আ. মান্নান জানান, এলাকার শিক্ষার্থীদের বই, খাতা, ব্যাগ নিয়ে স্কুল কলেজে চলাচল করতে গিয়ে খুবই সমস্যায় পড়তে হয়। এলাকার অনেক ব্যবসায়ী জানান, আমশড়া-জোড়দিঘি বাজার প্রত্যন্ত এলাকার একটি গুরুত্বপুর্ন বাজার। আর এই বাজারে আসার অন্যতম রাস্তা হলো এটি। তাই জনদুর্ভোগ লাঘবে রাস্তাটি পাকা করা জরুরি।

এ ব্যাপারে রামকৃঞপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো জানান, সুতাহাটি হতে রাস্তাটি ধাপে ধাপে প্রায় কালিকাপুর পর্যন্ত পাকা হয়েছে। সামান্য এই রাস্তাটুকু বাদ থাকলেও জনদুর্ভোগের কথা চিন্তা করে অচিরেই রাস্তাটির পাকাকরণ করব ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button