চৌহালীসিরাজগঞ্জ

শেখ কামালের জন্মদিনে যমুনায় অনুষ্ঠিত হলো ৫০ কি.মিটার সাঁতার প্রতিযোগিতা

চৌহালী প্রতিনিধি: শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে ও সাঁতার সম্পর্কে মানুষকে আগ্রহী করতে সিরাজগঞ্জ থেকে চৌহালী পর্যন্ত ৫০ কিলোমিটার অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা। গত শনিবার ( ৫ আগষ্ট) সকাল ৯টায় সিরাজগঞ্জের যমুনা নদীর হার্ড পয়েন্ট এলাকায় এই সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই আয়োজন করা হয়।

৫০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা জেলার হার্ড পয়েন্ট থেকে শুরু করে চৌহালী উপজেলার খাষকাউলিয়া জোতপাড়া ঘাটে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় বিভিন্ন জেলার মোট ১৭ জন সাঁতারু অংশগ্রহণ করেন। এরমধ্যে প্রথম হয় বগুড়া জেলার রাব্বী রহমান, দ্বিতীয় হয় গাইবান্ধা জেলার মো. সোহাগী আক্তার, তৃতীয় হয় টাঙ্গাইল জেলার বদর উদ্দিন।

প্রতিযোগিতার আয়োজক জেলা ক্রীড়া অফিসার আমিনুল ইসলাম সবুজ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শেখ কামালের ৭৪ তম জন্ম দিন পালন উপলক্ষে ও মানুষের মধ্যে সাঁতার শেখার আগ্রহ তৈরি করতেই এমন প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতায় অংশ নিতে সারাদেশ থেকে নামকরা মোট ১৭ জন সাঁতারু রেজিস্ট্রেশন করেন। অংশ নিয়েছেন মোট ১৭ জন। একজন ৩০ কিলোমিটার সাঁতরিয়ে থেমে যান, তারা সকাল ৯টায় হার্ড পয়েন্ট নিচ থেকে যমুনা নদীতে ঝাঁপ দেন। সাঁতার কেটে ৫০ কিলোমিটার দূরে চৌহালীর খাষকাউলিয়া জোতপাড়া ঘাটে পৌঁছান বিকাল ৩.১০ টাকায় ।

তিনি বলেন, প্রতিবছর দেশে বহু মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে। এই মৃত্যুহার কমাতে সবাইকে সাঁতার শেখার জন্য আগ্রহী করতে সারাদেশেই কাজ করছেন তারা।

 সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এছাড়ও সহকারি কমিশনার ভূমি সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ, চৌহালী থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ সহ কর্মকতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button