সব পেশাতেই সব সময় সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করেনা, কেউবা আবার অপব্যবহারও করেন। আজকাল অপ-সাংবাদিকতা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এই অপ-সাংবাদিকতা রুখতে দরকার মূলধারার সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ আলম খান তপু গত শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম. মাহবুবুল হক পাঠাগার আয়োজিত সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
তিনি বলেন, টেলিভিশন সাংবাদিকদের জন্য আলাদা ওয়েজবোর্ড গঠন হবার কথা। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এটা আছে। এটা হলে এবং সকল সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়ন হলে সাংবাদিকদের কষ্ট কমে আসবে। এটার জন্য আমরাও কাজ করে যাচ্ছি।
৮০’র দশক থেকে সাংবাদিকতার ব্যাপক পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, এখন টেলিভিশন ও দৈনিক পত্রিকার পাশাপাশি যুক্ত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল। জেলা উপজেলাতে কাজ করলেই এখন আর মফস্বল সাংবাদিক বলার সুযোগ নেই কারন এখন আপনাদের নিউজও জাতীয় পত্রিকা কিংবা ইলেকট্রনিক মিডিয়াতে লিড রিপোর্ট হয়। সাংবাদিকতা পেশাগত দায়িত্বপালনে সৃষ্ট বাধার উল্লেখ করে তিনি আরও জানান, এছাড়াও সাংবাদিকদের মতপ্রকাশে বাধা হয় এমন সব আইনেরও কিন্তু আমরা বিরোধিতা করে আসছি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) এর নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও দৈনিক বাংলাবাজার পত্রিকার সম্পাদক শাহনেওয়াজ দুলালকে প্রদত্ত সংবর্ধনা সভায় জীবনের গল্প তুলে ধরতে গিয়ে দৈনিক বাংলাবাজার সম্পাদক শাহনেওয়াজ দুলাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থাতেই কিছু একটা করতে হবে এই জায়গা থেকেই পাঠাগার সভাপতি, বড় ভাই ইসমাইল হোসেন এর পরামর্শে প্রথম সাংবাদিকতা শুরু। পরে প্রয়াত শফিকুল আজিজ মুকুল ভায়ের সহযোগিতায় নানান চড়াই-উতরাই পাড়ি দিয়ে আজ অবধি এ পেশায় কাজ করে যাচ্ছি। পেশাগত জীবনে দায়িত্বশীলতা দেখাতে গিয়ে অনেক সমস্যাতেও পড়েছি।
তিনি বলেন, আজ নিজ শহর সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারের পক্ষ থেকে আমাদের দুজনকে সম্মাননা দেওয়ায় পুলকিত বোধ করছি। দুজনের পক্ষ থেকেই আয়োজক প্রতিষ্ঠানকে জানাই কৃতজ্ঞতা।
তিনি বলেন দেশের গণমাধ্যম ও সাংবাদিকতায় জাতীয় পর্যায়ে সিরাজগঞ্জের কৃতীজন কে.জি. মোস্তফা, খোন্দকার মোহাম্মদ ইলিয়াছ, কামাল লোহানী, আবুল হোসেন ফকির, আন্তর্জাতিক পর্যায়ে নুরুল ইসলাম সরকার, ফজলে লোহানীর এর মত সাংবাদিকরা নানা অবদান রেখেছেন। এখনও শতাধিক সাংবাদিক অবদান রেখে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম সিরাজগঞ্জের দুই গর্বিত সন্তান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও দৈনিক বাংলাবাজার পত্রিকার সম্পাদক শাহ নেওয়াজ দুলালকে বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম মাহবুবুল হক পাঠাগারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের জন্য এই আয়োজন করা হয়। উল্লেখ সাজ্জাদ আলম খান পাঠাগারের আজীবন সদস্য, শাহনেওয়াজ দুলাল পাঠাগারের একজন অন্যতম সদস্য। বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম মাহবুবুল হক পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মির্জ্জা ফারুক আহমেদ, সাংবাদিক আইয়ুব আলী, চ্যানেল ২৪ এর জ্যেষ্ঠ প্রতিবেদক হীরক গুন, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক রিংকু কুন্ডু, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ, সমাজকর্মী ও রাজনীতিবিদ নব কুমার কর্মকার, সোহরাওয়ার্দী খান, কথা সাহত্যিক মনিরুজ্জামান খান, সাহেদ আহমেদ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় পরিচালক আব্দুল ওয়াহাব, মেহরাব উল গণি মডি, সাবেক ব্যাংকার বেনজীর আহমেদ, সাবেক সরকারি কর্মকর্তা আব্দুল মান্নান, মোরশেদুল ইসলাম টুটুল প্রমুখ।