সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো দেশের  প্রথম সাংবাদিকদের পুনর্মিলনী

গত শুক্রবার সিরাজগঞ্জের পৌর কনভেনশন হলে অনুষ্ঠিত হয়ে গেল সিরাজগঞ্জের সাংবাদিকদের পুনর্মিলনী উৎসব -২০২৩। সম্ভবত সিরাজগঞ্জের সংবাদপত্রের ১৫২ বছরের ইতিহাসে এই প্রথম এধরনের একটি উদোগ অনুষ্ঠিত হলো। শুধু সিরাজগঞ্জ নয় এর আগে বাংলাদেশে কোন জেলায় এ ধরনের আয়োজন এর তথ্য জানা যায়নি।

শুক্রবার পুনর্মিলনী অনুষ্ঠানে শুরু হয় আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি আনন্দ শোভাযাত্রার সূচনা বক্তব্য রাখেন। র‌্যালিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়রা-১ নুরুল হক নুরু, উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক প্রণব নিয়োগী, সদস্য সচিব ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, অভ্যর্থনা কমিটির সম্পাদক রফিকুল ইসলামর্ শামীম, ঢাকা ও সিরাজগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ। আনন্দ শোভাযাত্রা শেষে সিরাজগঞ্জ পৌর কনভেনশন হলে আয়োজিত পুনর্মিলনীর উদ্বোধন করেন প্রেস ইন্সষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সিরাজগঞ্জের জেলার ইতিহাস নিয়ে পুথি পাঠ করেন দেশের পরিচিত পুথি পাঠক এথেন্স শাওন।

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুল পরিকল্পনাকারী, আয়োজক কমিটির  সদস্য সচিব, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন। তিনি স্বাগত বক্তব্যে পুনর্মিলনী আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন ১৫২ বছরে সংবাদপত্রের ইতিহাসের সাংবাদিকতায় যুক্ত ছিলেন অসংখ্য সাংবাদিক। অথচ সিরাজগঞ্জের সংবাদপত্রের এই গৌরবময় ইতিহাস আজ বিস্মৃত প্রায়। গৌরবময় ইতিহাস লিপিবদ্ধ করার প্রয়োজনে থেকে এধরনের উদ্যোগ গ্রহণ। এই লক্ষ্যে প্রকাশিত হলো সাংবাদিকতায়  সিরাজগঞ্জ সংকলন।  যতদুর সম্ভব এই সংকলনে তুলে আনার চেষ্টা করা হয়েছে জেলার সংবাদপত্রের ইতিবৃত্ত, এমাটিতে জন্ম নেয়া কৃতীজন সাংবাদিকদের তথ্য ও প্রকাশিত সংবাদপত্রের চালচ্চিত্র।

তিনি বলেন আমাদের এই উদ্যোগে সিরাজগঞ্জের সাংবাদিকদের অবদানের সামান্যই লিপিবদ্ধ করা সম্ভব হয়েছে। কিন্ত আমাদের বিশ^াস বর্তমানের এই উদ্যোগে উৎসাহিত হয়ে আগামীতে সাংবাদিকদের কোনো সংগঠন কিংবা ব্যক্তি অথবা ব্যক্তিবিশেষের উদ্যোগে এ অঞ্চলের সংবাদপত্রের লিখিত ইতিহাস হবে সমৃদ্ধ।

শেষে তিনি সিরাজগঞ্জের সাংবাদিকদের পুনর্মিলনী উৎসব-২০২৩ আয়োজনে ও সাংবাদিকতায় সিরাজগঞ্জ সংকলন প্রকাশে সহযোগিতা করার জন্য উৎসব আয়োজন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, সিরাজগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাব ও সাংবাদিকদের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও জেলার গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহনেওয়াজ দুলাল, কথা সাহিত্যিক ইসহাক খান, সাংবাদিক নেতা সাজ্জাদ আলম খান তপু,  প্যানেল মেয়র-১ নুরুল হক নুরু, হেলাল উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সাংবাদিকতায় সিরাজগঞ্জ সংকলনের মোড়ক উন্মোচন করেন প্রধান অীতথি ও উদ্বোধক এবং বিশেষ অতিথিবৃন্দ। পরে স্বাধীনতা যুদ্ধে শহীদ শিক্ষক ও সাংবাদিক ইয়ার মোহাম্মদ ও মিয়া ফজলুল হককে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রণব নিয়োগী।

দিনের দ্বিতীয় অধিবেশনে আধুনিক গণমাধ্যম: চ্যালেঞ্জ উত্তরণে ‘নিও বা নিউ জার্নালিজম’র ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সারাবাংলা ও সারাবাংলা ডটনেট এর যুগ্ম বার্তা সম্পাদক, গবেষক, কবি ও বাচিক শিল্পী প্রতীক মাহমুদ।

আলোচনায় অংশ নেন কবি ইসহাক খান, শাহনেওয়াজ দুলাল, সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।

সেমিনারে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক মো. আলাউদ্দিন খান।

পুনর্মিলনীর শেষে সিরাজগঞ্জ বিশ^বিদ্যালয় কলেজ এর জারী  গানের দল ৪৭ থেকে ৭১ ইতিহাসভিত্তিক জারি গান পরিবেশন করেন। পরিবেশিত জারি গান দারুনভাবে উপভোগ করেন অংশগ্রহণকারী সাংবাদিক ও অতিথিগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button