জাতীয়সিরাজগঞ্জ

কলাবাগানে সাংবাদিকের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস রোডের একটি বাসায় কুদরত-ই খুদা ওরফে হৃদয় নামের এক সাংবাদিকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে অভিমানে হৃদয়ের আত্মহত্যাজনিত ঘটনা হতে পারে।

মঙ্গলবার, ৯ মে দুপুরে ঢাকার লেক সার্কাস রোডের ওই বাসার ছাদের চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, যমুনা টেলিভিশনের মাধ্যমে খবর পেয়ে কলাবাগান ৯৫ লেক সার্কাস রোডের বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করবেন এমন একটি পোস্ট যমুনা টেলিভিশনের ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপে দিয়েছিলেন বলে জানা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে জানা গেছে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহত সাংবাদিকের এক বান্ধবীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য হৃদয় সিরাজগঞ্জ বি.এল সরকারি উচ্চ বিদ্যালয় এর এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তার মৃত্যুতে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি তৈমুর ফারুক তুষার ও সাধারণ সম্পাদক কাউসার আজম এবং দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button