কাজীপুরসিরাজগঞ্জ

কাজিপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত সাংবাদিক আবদুল জলিল

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমেনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক ও আবদুল জলিল সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় প্রেসক্লাব থেকে বাসায় ফেরার পথে আলমপুর-সোনামুখী আঞ্চলিক সড়কের হাটসিরা নামক স্থানে মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনা কবলে পড়েন তিনি।

প্রত্যক্ষদোষীরা জানায়, তার মোটরসাইকেলের অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে এক হাত এবং পায় ভেঙে গেছে বলে প্রাথমিক ঘরে ভাবে ধারণা করা হচ্ছে। প্রায় অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাড়ি যোগে সোনামুখীতে নিয়ে গেলে লোকজন ও স্বজনরা মিলে ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করে তার অবস্থা দেখে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কাজিপুরের বিভিন্ন মহল। এবং তার পরিবারের লোকজন সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button