সিরাজগঞ্জ

এনডিপি ও স্কয়ার ফার্মা লিমিটেড এর উদ্যোগে সাইন্টিফিক সেমিনার

এনডিপি প্রতিনিধি : সোমবার, ২২ আগস্ট, এনডিপি এর স্বাস্থ্যসেবা কর্মসূচির মাসিক সমন্বয় সভা ও এনডিপি ও স্কয়ার ফার্মা লিমিটেড এর উদ্যোগে বেনিফিট অফ কোরাল ক্যালসিয়াম শীর্ষক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের নর্থ টাউন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাইন্টিফিক সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্কয়ার ফার্মা লিমিটেড এর ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আরিফুল ইসলাম।

এনডিপি’র পরিচালক (সিএসপি) মোসলেম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন স্কয়ার ফার্মা লিমিটেড এর রিজিওয়নাল সেলস ম্যানেজার মোমেন মিয়া, এনডিপি’র উপপরিচালক (কর্মসূচি) আবু নাইম মো. জুবায়ের খান, স্কয়ার ফার্মা লিমিটেড এর টেরিটোরি ম্যানেজার সিরাজগঞ্জ মো. আখতারুল ইসলাম ও মেডিকেল সার্ভিস ডিপার্টমেন্টের ডা. মাহবুবুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন এনডিপি’র সহকারী পরিচালক, কে এম শহিদুল ইসলাম, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, জোনাল ম্যানেজার মো. আমিনুল ইসলাম, মো. ওমর ফারুক, মো. সেরাজুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, এরিয়া ম্যানেজরাসহ এনডিপি’র স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য কর্মসূচির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কনফারেন্সে স্কয়ার ফার্মা লিমিটেড এর ট্যাবলেট ক্যালবোরাল-ডি, ট্যাব-ইউরো কেয়ার এসআর ১০০, ভারডামেট, ট্যাব- ফ্লিবান, ট্যাব-সিফোটিল প্লাস, সিরাপ লেকোর, জাইনিপ্রো সাপোজিটোরি প্রভৃতি প্রেডাক্ট এর গুণগত মান ও কার্যকারিতাসহ বিভিন্ন দিক নিয়ে প্রেজেনন্ট্রেশন উপস্থাপন করেন ডা. মাহবুবুর রহমান।

উল্লেখ্য, এনডিপি সংস্থার নিজস্ব অর্থায়নে ২০০৬ সাল থেকে কর্মএলাকার ১৪ টি শাখার মাঠ পর্যায়ে হতদরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। সংস্থার নিজস্ব স্বাস্থ্য সহকারীগণ প্রতিদিন স্বাস্থ্য সচেতনতামূলক সমাবেশ, পারসোনাল হাইজিন সম্পর্কে পরামর্শ, গর্ভবতী মা কিশোরি সমাবেশ, রোগীদের ফ্রি ব্যবস্থাপত্র প্রদান, এমবিবিএস ডাক্তার এর পরামর্শে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button